টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নামমাত্র মূল্যে ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।
১১ মর্চ বুধবার বিকালে জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতার সামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি।
১০ টাকার ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি রয়েছে। অভিনব এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষেরা।
১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছসিত বস্তির মর্জিনা বেগম। তিনি বলেন, ‘গরীব হওয়ায় ভাল মন্দ ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।’
ভিক্ষুক আসলাম মিয়া বলেন,‘আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমত ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।’
সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, ‘রমজান জুড়েই সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেইট, বটতলা মোড়, রেজেস্ট্রি পাড়া, নিরালা, পুরাতন বাসস্ট্যান্ড, গোরস্থান মসজিদসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুক, দিনমুজুরসহ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা।’
১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান জানান, ‘দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিক্রি করছি। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন এজন্যই আমাদের এ উদ্যোগ। টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’ সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা,দুর্গম চর এবং বস্তিতে এবার ইফতার আয়োজন করা হবে। এছাড়া ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে দেয়া হবে ঈদ বাজার।
ইফতার বিক্রি আয়োজনে সংগঠনের সদস্য আলফি তালুকদার, তৌহিদুল সাদাত, রাব্বি খান প্রমুখ উপস্থিত ছিলেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                