নূর মোহাম্মদ, হরিপুর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার গরীবের মেহমান খানা।
শুক্রবার (১৪ নভেম্বর ) দুপুর জুম্মার নামাজের পর উপজেলার ১০০ জন অসহায় মানুষকে আজ দুপুরের ফ্রীতে খাবার দেওয়া হয়েছে ।
প্রতিমাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের পর এই মেহমান খানার আয়োজন করা হয় । উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসে এক বেলা ফ্রীতে খাবার খেয়ে যাচ্ছে অসহায় মানুষ জন। প্রতি মাসে ১০০ থেকে ১৫০ জন কে ফ্রীতে খাবার প্রদান করে।এই মেহমান খানার কয়েকজন স্পন্সর রয়েছে। তাদের দেওয়ায় অর্থ দিয়ে চলে এই আয়োজন। মেহমানখানার স্পন্সর হালিমা ফাউন্ডেশন এর পরিচালক ও মেহমান খানার প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ, উপদেষ্টা তহিদুল ইসলাম লিটন মাস্টার, উপদেষ্টা মামুন ঠিকাদার, মালদ্বীপ প্রবাসী ও জন প্রিয় কন্টেইন ক্রিয়েটর রায়হান,মেহমান খানার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মজির উদ্দিন মনু,সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, শামসুউদ্দিন, নাজমুল, মাহফুজার, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন, যাদুরাণী বাজার গরীবের মেহমান খানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক মজিরউদ্দিন মনু,সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

