ঢাকাSaturday , 30 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সম্প্রতি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 30, 2025 3:50 pm
Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধান শিক্ষক শ্রী বাবুল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা।

অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত ট্রাষ্টি ও হিন্দধর্মীয় কল‍্যাণ ট্রাষ্ট সত‍্যজিত কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল‍্যাণ ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিং, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল‍্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রণজিৎ কুমার রায় , উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে ঘিরে বিএনপি সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকেও এগিয়ে আসতে হবে। পূজা হোক আনন্দের, পূজা হোক সম্প্রীতির এই হোক আমাদের অঙ্গীকার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST