মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই স্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের ডাসারে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের পক্ষ্য থেকে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আব্দুলাহ রানা, সৈয়দ আল মাহমুদ, মোহাম্মদ ইসমাইল হাওলাদার, কাজী কাজল, সৈয়দ শাহীন, মোহাম্মদ মির্জা ও সৈয়দ জহিরুল ও নাজিরুল প্রমুখ।