তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের গাজিনগর গ্রামে গত ২য় নভেম্বরের হিরামন মন্ডল (ঠাকুর) এর হামলায় মিলন মন্ডলের ঘরবাড়ি ভাঙচুর করায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় মিলন মন্ডলের মেয়ে তিতলি মন্ডল (১২) তপোবন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী একই বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিরামন মন্ডল ওরফে ঠাকুরের মেয়ে রাখী মন্ডল,একই বিদ্যালয়ে পাঠ দান করার সুবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের ভিতর ঝগড়া-ঝাটি সৃষ্টি হয়, তাহার সূত্র ধরে হিরামন মন্ডল ওরফে ঠাকুর গত ২ নভেম্বর শাবল, কুড়াল, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে মিলন মন্ডলের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বসত বাড়ির টিনের বেড়া এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে, এই সময় মিলন মন্ডলের পিতা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘরের ভিতরে গিয়ে শোয়ার খাট, শোকেস, আলমারি টিভি সহ বিভিন্ন আসবাবপত্র ফেলে দিয়ে ক্ষতিগ্রস্ত করে, মিলন মন্ডল, তার মেয়ে তিতলী মন্ডলকে খুজতে থাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার জন্য ।
এসময় মিলন মন্ডল বাড়িতে না থাকায় তার মেয়ে অন্য ঘরে গিয়ে আত্মগোপন করে হামলা থেকে বাঁচার জন্য, এ সময় হিরামন মন্ডল ওরফে ঠাকুর মিলন মন্ডল, তার মেয়েকে মারার জন্য হুমকি দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাড়াও বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ নিয়ে ফেরত না দেওয়া অভিযোগ আছে তার বিরুদ্ধে এসব কথা জানিয়েছেন গ্রামের রনজিত মন্ডল, পঙ্কজ মন্ডল, শংকর মন্ডল, সোহাগ মন্ডল,সঞ্জয় মন্ডল, পরিমল মন্ডল,শচীন মন্ডল সুজিত মন্ডল, শ্যামল মন্ডলসহ অধিকাংশ গ্রামবাসী এই বিষয়ে জানতে চাইলে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বলেন হিরামন মন্ডল ওরফে (ঠাকুর) কারোর কোন কথা কর্ণপাত করেন না তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন তখন গতকাল ৩নভেম্বর রাতে মিলন মন্ডল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ কনি মিয়া বিপিএম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।