সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলো। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তী সকল সংগঠন একত্রিত হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে এসে মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, ভোলা জেলা বিএনপি সদস্য মাকসুদ হাওলাদার সহ অনন্য নেতৃবৃন্দ।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ ঘটিকায় পূর্ব নির্ধারিত স্থান তজুমদ্দিন উওর বাজার জামে মসজিদের সামনে আলোচনা সভা শেষ করে মিছিল নিয়ে তজুমদ্দিন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে বিকাল ৫ ঘটিকায় বাদ আসর তজুমদ্দিন উপজেলা জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।মিছিল শেষে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মহিউদ্দিন মাষ্টার সাহেব,সাবেক আমীর মাওলানা নুরুন্নবী সাহেব সহ অনন্য নেতৃবৃন্দ।
সন্ধ্যায় ৭: ৩০ মিনিট তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজার তারেক জিয়া ঐক্য পরিষদের উদ্যোগ বিজয় মিছিলে আয়োজন করা হয়। তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েতের নেতৃত্বে কার্যালয় সামনে থেকে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত। তিনি বলেন “এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল। এই আন্দোলনে প্রাণ দিয়েছে প্রায় দুই হাজার তরুণ, আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল অধ্যায়।” আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েত সহ অনন্য নেতৃবৃন্দ।