ঢাকাWednesday , 5 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু।

Link Copied!

 জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া হিলীপোর্ট এলাকায় বড় বোনের সাথে ঝালমুড়ি খেয়ে রাস্তা পাড় হচ্ছিলো সিফাত (৮) নামের এক শিশু, এসময় রাস্তা দিয়ে চলাচল করা অটোবাইক নিচে পরে যায় সে। বুকের উপর দিয়ে যায় অটোবাইকটি। পরে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

বুধবার বিকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই ঘটনাটি ঘটে। নিহত সিফাত ওই এলাকার শাহআলমের ছেলে।

 

নিহতের বড় বোন সিন্থি জানান, তার ভাই সহ একসাথে ঝালমুড়ি খাচ্ছিলাম, পরে খেলার উদ্দ্যেশ্যে রাস্তা পার হতে গেলে প্রথমে একটি বাস চলে গেলে পরে দুইটি অটোবাইক এক সাথে আসতে ছিলো রাস্তা পার হওয়ার সময় একটি অটোবাইক তার বোন থামাতে পারলেও আরেকটি থামাতে পারেনি, অটোবাইকে লাগে রাস্তায় পরে যায়,পরে অটোবাইকের চাকার নিচে চলে যায়।

 

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অন্যদিকে,ভারতে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে বাংলাবান্ধা স্থলবন্দরে কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় তিরনইহাট নামক স্থানে আসতেই সুগার কমে যাওয়ায় অসুস্থ হলে তাড়াতাড়ি তেঁতুলিয়া সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রদীপ কুমার রায় (৬৫) কে মৃত ঘোষণা করে।

 

নিহত প্রদীপ কুমাররায় সাহাপ্ররান গ্রামের ডোমার থানার নীলফামারি জেলার মৃত্য প্রফুল্ল কুমার রায়ের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST