ঢাকাSaturday , 9 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় প্রান্তিক শিশুদের হাসি ফুটালো ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন 

দেশ চ্যানেল
March 9, 2024 3:40 pm
Link Copied!

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়ায় প্রান্তিক শিশুদের শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার দিয়ে হাসি ফুটালো ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন বিডি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সদরের কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশনের সভাপতি মো.সালাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী, ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহফুজ, অর্থ সম্পাদক রকিবুল হক এবং শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আকন্দ। পঞ্চগড়

 

এ সময় সংগঠনটির সদস্যবৃন্দ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে উঠে হাসির ঝিলিক।

 

আয়োজকরা জানান, ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন বিডি একটি সামাজিক সংগঠন। আমরা আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত শিশুদের একদিন কাটাতে। এ কারণে আমরা ‘তোমাদের সাথে একদিন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করি। এ অনুষ্ঠানে আমরা প্রায় তিন শতাধিক শিশুদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও তাদের সাথে দুপুরের বনভোজন হিসেবে খাবার খেয়েছি। অনুষ্ঠানটি পরিচালনায় শিশুস্বর্গের পরিচালক কবীর আকন্দের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করবো এ ধরণের কার্যক্রম চালিয়ে যেতে পাড়ি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST