তেঁতুলিয়ায় ৪০ বস্তা চা সহ একটি পিকআপ জব্দ

Spread the love

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাতের আধাঁরে পিকআপ করে ভারতে চা পাচারের চেষ্টায় আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪০ বস্তা চা সহ একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ভারতে চা পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোমবার ভোর রাতে চা ভর্তি পিকআপসহ মাজেদকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা আরো ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। জব্দকৃত ৪০ বস্তার প্রতিটি বস্তায় ৪৫ কেজি করে চা পাতা ছিলো। যার বাজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, চা সহ তাকে গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *