চুয়াডাঙ্গা প্রতিনিধি :
দামুড়হুদা থানা বিএনপি’র সভাপতি মো: মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু’র নেতৃত্বে মিছিলটি বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয় হতে শুরু হয়ে দামুড়হুদা মাথাভাঙ্গা ব্রিজে এসে শেষ হয়।
বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিজয় র্যালিতে অংশ গ্রহণ করে। দামুড়হুদা থানা যুবদলের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মিরা দলে দলে এ মিছিলে অংশ নেয়।