ঢাকাThursday , 5 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দিনভর বৃষ্টি রাস্তায় নেই যাত্রী কৃষকের মুখে নেই হাসি।

দেশ চ্যানেল
October 5, 2023 11:20 am
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

দিনভর হচ্ছে বৃষ্টি। কখনো ভারী বর্ষণ, কখনো গুঁড়ি গুঁড়ি। তার দরুন দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারো ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ, কারো পরিবারের ভরণ পোষণের খরচ, কারো আবার বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চিন্তায় কাটছে দিন। সীমাহীন দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। ভারী হচ্ছে তাদের চিন্তার বোঝা।
সরেজমিন উপজেলার আড়পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষক পাকা ধান কেটে রাখছে জমিতে ,বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান, কৃষকের মাথায় হাত।এক শ্রেণির খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিজের কর্ম। অপরদিকে কৃষাণের কাজ থেমে থাকলেও থেমে নেই ভ্যানচালকের ভ্যান চালানো। তবে ভ্যানের উপর কিছু না থাকায় যাত্রী বৃষ্টির জন্য উঠতে চাইছে না। দিনভর বৃষ্টি রাস্তায় নেই যাত্রী।জুনারী গ্রামের ভ্যান চালক কুরবান আলী বলেন, ‘মাথায় কিস্তির চাপ, তাই ঘরে না থেকে টাকা আয় করতে বেরিয়ে পড়লাম। তবে কিস্তির টাকা জোগাড় করা মনে হয় সম্ভব হবে না।’ অপর একজন শ্রীহট্ট গ্রামের অটোগাড়ী চালক সালাউদ্দিন লাভলু বলেন, ‘বৃষ্টির দিনে যাত্রী না থাকায় আয় খুবই কম। রাস্তার ধারে ফুটপাতে ফল বিক্রেতারা বলেন তবে পুরো মাল মনে হয় আজ বিক্রি হবে না।
এদিকে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। বৃষ্টি ঘন দিনে চায়ের দোকানের আড্ডা চলছে সমানে।চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা হলে তারা জানান, সারাদিন বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে আর কি করব, তাই চলে আসলাম চায়ের দোকানে। বৃষ্টিতে বাড়ি থাকতে ভালো লাগে না দোকানে এসে লোকের সঙ্গে কথা বললে সময় কেটে যায়।
এদিকে অতি বৃষ্টির কারণে কাঁচা বাজার ও মাছ বাজারে বেঁধে গেছে হাঁটু সমান পানি। পানি পাড়ি দিয়েই কেনা বাড়ছে কেনাবেচা করছেন ক্রেতা বিক্রেতারা। একদিকে বৃষ্টি অপরদিকে সবজির উচ্চ মূল্য এই দুইয়ের আঘাতে হতদরিদ্র মানুষের দিন কাটছে উভয় সংকটে এ যেন মড়ার উপরে খাড়ার ঘাঁ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST