ঢাকাTuesday , 25 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় নারী–শিশু পাচার, চোরাচালান প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা।

দেশ চ্যানেল
November 25, 2025 2:33 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

সীমান্তে নারী–শিশু পাচার রোধ, মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ০৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি বলেন, “নারী ও শিশু পাচার এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সবসময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এসব অপরাধ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় ব্যাটালিয়নের কর্মকর্তা এম. আব্দুল্লাহ আল-মামুন, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মহিউদ্দিন নাসিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST