মুন্না ইসলাম আগুন, দুর্গাপুর রাজশাহী প্রতিনিধি
আগামী ১ লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সিংগা হাট মাঠ সংলগ্ন এনসিডিপি মার্কেটে প্রস্তুতি সভা করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে
এসময় , রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মুন্টু, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদ রানা, রবিউল ইসলাম রবিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: চয়েন উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ, সদস্য সচিব, আ: খালেক, ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ আহমেদ।