রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিথি
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যবসায়ীর নাম রিপন মিয়া (২৬)। সে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।