ঢাকাWednesday , 8 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেলদুয়ারে দুই ভাইয়ের জমি বিরোধে বেরিকেড,শিক্ষক পরিবার অবরুদ্ধ।

দেশ চ্যানেল
October 8, 2025 9:58 am
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রূপসী গ্রামে দুই ভাইয়ের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি এ বিরোধের জেরে ছোট ভাইয়ের নেতৃত্বে বহিরাগত লোকজন এসে বড় ভাই,এক স্কুলশিক্ষকের বাড়ির রাস্তায় টিনের বেড়িকেড তৈরি করে দেন। এতে ওই শিক্ষক পরিবার নিজ পৈত্রিক ভিটায় অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ অক্টোবর) ঘটনাটি ঘটলেও ভুক্তভোগী শিক্ষক রোববার (৫ অক্টোবর) বিকেলে দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত ফটিক মিয়ার দুই ছেলে—শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পানাউল্লাহ্ মিয়া বীর মুক্তিযোদ্ধা ও নির্বাচন কমিশনের সাবেক উপপরিচালক সালামত উল্লাহ মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বসলেও সালামত উল্লাহ মিয়া কোনো সালিশি সিদ্ধান্ত মানেননি বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রাম্য মাতাব্বর নিশান মিয়া জানান, “গত শুক্রবার (৩ অক্টোবর) আমরা বৈঠক করে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেই। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে সালামত উল্লাহ ৩০-৪০ জন বহিরাগত লোক নিয়ে এসে পানাউল্লার বাড়ির রাস্তায় টিনের বেড়িকেড দেয়। ঘটনাটি অমানবিক।”

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সালামত উল্লাহ নির্বাচন কমিশনে চাকরির সময় অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এলাকায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। চাকরি দেওয়ার নামেও তিনি বহু বেকার যুবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

অভিযোগ রয়েছে, সালামত উল্লাহর বিরুদ্ধে ২০১৮ ও ২০১৯ সালে টাঙ্গাইল আদালতে দুটি মামলা (সি.আর ২২৯/১৮ ও ১৮০/১৯) হয়েছিল। এছাড়া তার চাচাতো ভাই মোহাম্মদ মাসুদুর রহমানের সঙ্গেও জমি নিয়ে বিরোধ রয়েছে। এসব বিরোধের কারণে তিনি তিন দফায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ দাখিল করেন, তবে তিনবারই রায় যায় তার বিপক্ষে।

ভুক্তভোগী মাসুদুর রহমান জানান, “সালামত উল্লাহ একজন সম্পদলোভী, প্রতারক ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। চাকরির সুযোগের নামে তিনি বহু তরুণকে ঠকিয়েছেন।”

দেলদুয়ার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, “দুই ভাইয়ের বিরোধ মীমাংসার জন্য বহুবার বসেছি, কিন্তু ছোট ভাই সালামত উল্লাহ কোনো সিদ্ধান্তই মানেননি। তার খামখেয়ালিপনার কারণেই সমাধান সম্ভব হয়নি।”

যোগাযোগ করা হলে সালামত উল্লাহ জানান, “যে জায়গায় বেড়িকেড দিয়েছি, তা আমার শরিকদের কাছ থেকে ক্রয়কৃত জমি।” অন্যান্য অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি পরে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, “এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি জমি-জমা সংক্রান্ত, তাই দুই পক্ষকেই আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST