জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন দৌলতপুর ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের প্রফেসর ড. জীবনকৃষ্ণ সাহা এবং অপূর্ব কুমার সাহাকে সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়েছে। এই ঐতিহ্যবাহী মন্দির ১৯৫৭ সালে স্থাপিত হয়।
গত ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দৌলতপুর ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের ৩ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা । বিষদ আলোচনা ও পর্যালোচনা করে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট সভাপতি পদে প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহাকে এবং অপূর্ব কুমার সাহাকে সম্পাদক মনোনীত করেন। এসময় শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারে সে বিষয়ে সকলের নিকট আর্শীবাদ চান। সভাপতি মহোদয় সকলের সুস্বাস্থ্য কামনা করে সভা শেষ করেন।