ঢাকাSaturday , 6 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুরে দুই-দিনেও খোঁজ মিলেনি শিশু মমতার।

দেশ চ্যানেল
September 6, 2025 9:25 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁ নিয়ামতপুর উপজেলায় দুইদিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি নওগাঁর পঞ্চম শ্রেণী ছাত্রী মমতার। ১১ বছর বয়সী শিশুর হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় ছড়িয়েছে গুঞ্জন ও অপপ্রচার, সন্ধান না পেয়ে পাগল প্রায় পরিবার ও স্বজনরা। গত দুই দিনেও শিশুটিকে উদ্ধার করতে জোর তৎপর চালিয়ে যাচ্ছে স্বজনেরা এরপরেও উদ্ধার হয় নাই শিশু মমতা।

(৪ সেপ্টেম্বর) থেকে হঠাৎ নিখোঁজ এই শিশু। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তল্লা গ্রামে বাড়ি এই মমতার। শিশুটির বাবা মিনহাজুল, বলেন একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে। পরের দিন সকালে স্কুলে জুতা নিতে গিয়ে আর ফেরেনি বাড়িতে।

মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু হতাশা ও ধোঁয়াশা। পঞ্চম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, বাকরুদ্ধ স্বজনেরাও। খোঁজ পেতে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। সন্দেহজনক জায়গায় আশপাশের পুকুর ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে নিয়ামতপুর অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তাগণ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তথ্য বাড়িয়ে শিশুটিকে উদ্ধারের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST