মোকছেদুল ইসলাম
নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বাচ্চু ও মোস্তাফিজুর রহমান ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১১ থেকে একটানা বিকেল ৩ টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান পিটু ১৫ সদস্যর কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন- সহসভাপতি পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ও মোঃ ময়েন উদ্দীন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে মোঃ রেজাউল করিম-১ (ঝন্টু),সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরী পদে মোঃ রেজাউল করিম-২, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে মোঃ আশরাফুদ্দৌলা (নয়ন)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ তারেক হোসাইন, এস.এম জোবায়ের, শিরীন সুলতানা (রুমকি), মমিরুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ আতিকুর রহমান, মোঃ আলিনুর ইসলাম (আপন) এবং মোঃ সাজেদুর রহমান-৩(পরাগ)।