মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার অবসরপ্রাপ্ত সেনা,নৌ,বিমান ও বিজিবি সদস্য গনকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহবায়ক কমিটির আহবায়ক মোঃআজিজুল হক এবং সভা পরিচালনা করেন, অত্র আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃখোরশেদ আলম।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ক্যাপ্টেন,আমানত, সিঃওয়াঃঅফিঃ মোকলেছুর রহমান,সার্জেঃআলহাজ্ব,আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা, সার্জেঃসিরাজুল ইসলাম , সিঃওয়াঃঅফিঃ মোকলেছুর রহমান,সিঃওয়াঃঅফিঃমাসুদ আরিফ পাশা ,সিঃওয়াঃঅফিঃ জিল্লুর রহমান, কর্পোঃজুয়েলুর রহমান চেয়ারম্যান পল্লিবিদ্যুত,কর্পোঃটিপু সুলতান, কর্পোঃমাহামুদ, কর্পোঃতারেক,সার্জেঃদূলাল প্রমূখ।
বক্তারা বলেন,আমরা নওগাঁ জেলা সশস্ত্র বাহিনীর সদস্য কোন দল বা গোষ্ঠীর জন্য না,আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাব।দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হলে, ১১ উপজেলার সকল সেনা সদস্য গনকে এক হয়ে কাজ করতে হবে।বর্তমান সময়ে আমরা লক্ষ করেছি বিভিন্ন সেনা সদস্য শহরে জমি ক্রয় বা বাসা বাড়ি তৈরি করতে গেলে, এলাকার বিভিন্ন চাঁদাবাজ ও মাস্তানের দ্বারা হেনেস্তার স্বীকার হচ্ছে। বিভিন্ন এলাকা ভিত্তিক তাদের উৎকচ দিতে হয়।আজ থেকে এই সংগঠনের মাধ্যমে আমরা সকলে মিলে মিশে এর প্রতিবাদ ও প্রতিহত করবো ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে তিনি জানান আগামী ২১ শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, নওগাঁ জেলায় প্রায় তিন হাজার সশস্ত্র বাহিনীর সদস্য আছে, সকল সদস্য ও তাদের পরিবারের সকল সদস্য গনকে নিয়ে আমরা সুন্দর অনুষ্ঠান করতে চাই। সভাপতির কথায় সকল স্তরের সেনা সদস্য গন একমত পোষণ করেন।

