নড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

Spread the love

সরদার রইচ উদ্দিন টিপু  জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। পুরাতান টার্মিনাল ও জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন(অর্ধনমিত রাখা),বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌরমেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পি,যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক। জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁবায়া, সাধারন সম্পাদক সপ্নীল সিকদার নীল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *