নবীগঞ্জ প্রতিনিধি : তুহিন আলম রেজুয়ান,
আমন ধান কাটার ধুম পড়েছে । নবীগঞ্জ উপজেলার সর্বস্তরেই উৎসব মুখর পরিবেশে আমন ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমন রোপণের শুরু থেকেই একের পর এক দুর্যোগ দেখা দিলেও ভালো ফলন এবং ভালো দাম থাকায় ঘাম জড়ানো পরিশ্রম ভুলে গিয়ে এখন কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সরেজমিনে গিয়ে নবীগঞ্জ পৌর এলাকার কয়েকটি গ্রামে , দেখা গেছে সর্বএই আমন ধান কাটার ধুম পড়েছে একযোগে। কৃষকেরা যার যার সামর্থ্য অনুযায়ী দৈনিক হাজিরায় কাজের লোক নিয়ে নিজে উপস্থিত থেকে ধান কাটছেন। কেউ কেউ আবার চুক্তিতে ধান কাটার কাজ করাচ্ছেন। কৃষকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা ও আমন ধান কাটার কাজে সহায়তা করছেন। খড় ও ধান সংগ্রহের সুবিধার জন্য প্রথমে ধানগুলো কেটে জমিতে বিছিয়ে রোদে শুকিয়ে শুকিয়ে জমির মধ্যে দিয়ে রাখছেন। কেউ কেউ আবার মেশিনের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ করছেন। পরের দিন ধানগুলোকে রোদে শুকিয়ে ঘরে তুলছেন, সেখান থেকে ঘরের লোকজন খাবারের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ধান রেখে বাকিটুকু বাজারে বিক্রি করছেন। আবার কোন কোন কৃষক বেশি দামে বিক্রির আশায় সব ধানই সংগ্রহ রাখছেন, বাংলা অগ্রাহায়ন মাসের প্রথম দিন পর থেকেই এখানকার কৃষকেরা আমন ধান কাটা শুরু করেন গ্রামের অধিকাংশই পরিবার কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই তারা এ ফসলটাকে উৎসব মুখর পরিবেশে কেটে ঘরে তুলেন এ সময় প্রতিটি ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। নতুন ধান দিয়ে কৃষকের পরিবারের সদস্যরা নানা রকমের পিঠা পায়েস বানিয়ে এই উৎসবটি পালন করে থাকেন। নবান্ন উৎসবকে কেন্দ্র করে বাড়ির জামাইকে দাওয়াত করা এবং আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো একটি রীতি যুগ যুগ ধরে পালন করে আসছে এখানকার মানুষরা