নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা। উৎসবমূখর পরিবেশে গ্রামবাংলার ঐহিত্যবাহী এই প্রতিযোগিতা দেখতে সমাগম ঘটে কয়েক হাজার দর্শনার্থীর। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর, হোসেনপুর, আহমদপুর, কুমারকাদা, গালিমপুর, মাধবপুর, মথুরাপুর গ্রামবাসীর আয়োজনে কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইছ প্রতিযোগীতায় ৬টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে চুড়ান্ত খেলায় বিজয়ী হয় মৌলভীবাজারের শাহ মোস্তফা। দ্বিতীয় হয় সুনামগঞ্জের জগন্নাথপুরের পবন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাতীয় পাটির সভাপতি শাহ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকুলী প্রমুখ। পরে বিজয়ী মৌলভীবাজারের শাহ মোস্তফা নৌকার মালিকের হাতে পুরুস্কার হিসেবে দেয়া হয় ফ্রিজ ও দ্বিতীয় হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুরের পবন নৌকার মালিকের হাতে টেলিভিশন তোলে দেয়া হয়। এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করতে চান আয়োজকরা।