মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। গতকাল রবিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদ ভিত্তিতে রাতে ইনাতগঞ্জে পৃথক পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্ট ভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত মো: মোতালিব মিয়ার পুত্র তপন মিয়া (৩২), কে জিআর ২১১/১৭ মামলায় ০৬মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং ওয়ারেন্টভুক্ত জিআর ১৪৬/২৩ ও সিআর ১০০/২৩ মামলার পলাতক আসামিরা হলো,ইনাতগঞ্জ ইউনিয়নের শ্যামলী(পশ্চিমপাড়া) গ্রামের বশির মিয়ার পুত্র জাহান মিয়া (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র মো: হাবিবুর রহমান (৫০), কে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম ও ইনাতগঞ্জ ফাড়ির এসআই আবু বক্কর খান এর নেতৃত্বে এএসআই বিজু সিংহ সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।