মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ১দিন পর পরিত্যক্ত অবস্থায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারনা দুর্বৃত্তরা ধর্ষনের পর শ্বাসরোধ করে মরদেহ ফেলে রেখে গেছে।সোমবার ভোরে আনুমানিক ৬টার দিকে মৃত আনোয়ার হোসেনের বাড়ির উঠান হতে মরদেহটি উদ্ধার করা হয়।স্কুল ছাত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মোহাম্মদ আলীর মেয়ে আলিফা(১৩)।আলিফা দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।পারিবারিক সূত্রে জানা যায়,রোববার দুপুরের পর থেকে আলিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।এলাকার মসজিদের মাইকেও আলিফার নিখোঁজের ঘটনাটি জানানো হয়।সোমবার ভোরে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় মৃত আনোয়ার হোসেনের বাড়ির উঠানে একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ জানান,নিখোঁজর একদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।এদিকে স্কুল ছাত্রীর মৃতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী ও পরিবারের পক্ষ হতে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

