ঢাকাTuesday , 23 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন বিষয়ক সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 23, 2025 2:16 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ।

পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা বিষয়ে শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত‌ অংশীজন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন উন্মুক্ত পরিকল্পনা প্রণয়ন করা।

২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁ জেলার, শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ -সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্যানেল চেয়ারম্যান শাহীন আলম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, এছাড়াও অত্র ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, উদ্যোক্তা ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন বিষয়ক পরিকল্পনা তৈরি করতে সকলের মতামত গ্রহণ করা হয় । এই উন্মুক্ত অংশীজন পরিকল্পনাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

উক্ত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি বলেন “ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা সভা করা দরকার। একটি ইউনিয়নের টেকসই ও সমন্বিত উন্মুক্ত অংশীজন বিষয়ক সভার মাধ্যমে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা অপরিহার্য। অতীতে আমরা অনেক সময় দেখেছি, উন্নয়ন কার্যক্রম এলোমেলোভাবে পরিচালিত হওয়ার কারণে সঠিক সুফল জনগণের কাছে পৌঁছেনি। তাই এমন একটি পদ্ধতি থাকা জরুরি, যার মাধ্যমে ইউনিয়নের চাহিদা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। একটি ভালো পরিকল্পনা ইউনিয়ন পরিষদের কাজের গতি বাড়ায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST