মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর নওগাঁ, সংবাদদাতাঃ
নওগাঁ নিয়ামতপুর বোরকুুড়়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খাতুনের বিরুদ্ধে ৪ জন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে । নির্যাতনের শিকার আহত শিক্ষার্থী চারজন হলেন, উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের কুচপুকুরিয়া গ্রামের সুজাতের মেয়ে পূর্ণিমা, আনোয়ারের মেয়ে শাহনাজ, খিদিরের মেয়ে জান্নাতুন, তোতার মেয়ে সুমাইয়া। বর্তমানে শিক্ষার্থীরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২ নভেম্বর)সরজমিনে জানা যায়, এ নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকার লোকজন প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত এ বিষয়ে শাস্তির দাবি জানান।
শিক্ষার্থী সুমাইয়ার বাবা ও পূর্ণিমার দাদা জানান, শিক্ষকের ছড়ির আঘাতের কারণে আমরা সন্তানদের হাসপাতালে ভর্তি করেছি। এ বিচার চাই আমারা।
এ বিষয়ে জানতে চাইলে, বোরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খাতুুন বলেন, আমার ভুল হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম বলেন, এ বিষয় শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রণব কুমার সাহা জানান, শিক্ষার্থীদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।