মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় খগেন চন্দ্র প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নিয়ামত পুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর হিন্দু পাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। খগেন নিয়ামত পুর উপজেলা গুজিশহর হিন্দুপাড়া গ্রামের মৃত হরেন চন্দ্র প্রামানিকের ছেলে।
জানা যায়, খগেন এক জায়গা থেকে অন্য জায়গায় খড় মাথায় করে নিয়ে রাস্তা পারের সময় চৌবাড়িয়া হাট থেকে আসা ভটভটির সাথে ধাক্কা খেয়ে পড়ে গুরুতর আহত হন। আহত খগনকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ওসি মো. মাইদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধাক্কা দেওয়া ভটভটি জব্দ করা হয়েছে,ও ভটভটি চালক কে আটক করেছে নিয়ামত পুর থানা পুলিশ ।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                