ঢাকাFriday , 8 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’-এর শুভ উদ্বোধন।

দেশ চ্যানেল
August 8, 2025 6:00 am
Link Copied!

আবদুর রহিম-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত লন্ডন টাওয়ারে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন ভাষায় স্পোকেন ও সুন্দর হাতের লিখা কোর্সের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার সহ-অধ্যাপক মাওলানা মহিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূরুল্যাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট কেজি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ কামরুজ্জামান।

অতিথিরা বলেন, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয় জীবনমুখী শিক্ষা প্রদানে ‘বেটার লাইফ লার্নিং সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কোর্সের আয়োজনের জন্য তারা প্রতিষ্ঠানের পরিচালককে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নূরুল্যাহ জানান, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে নিজেকে যুক্ত রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সুন্দর হাতের লেখা, একাধিক ভাষায় কথা বলা, বয়স্কদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং বিদ্যালয়ের গণিত সমাধান কোর্স চালু থাকবে। এসব প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইজদী খিদমাতুল উম্মাহ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইউনুস আহমেদ, বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উল্যাহ মিরাজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST