ঢাকাWednesday , 21 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন।

দেশ চ্যানেল
January 21, 2026 1:39 pm
Link Copied!

মো আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।

বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পঞ্চগড়সহ দেশের আট জেলায় একযোগে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। বুধবার, ২১ জানুয়ারি সচিবালয় প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, বিচার ব্যবস্থা আধুনিক ও জনবান্ধব করতে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয় এবং তা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ থেকে পঞ্চগড়, মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলো।

এই ঐতিহাসিক উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ই-বেইলবন্ড সিস্টেম চালু উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমদাদুল হক জেলা ও দায়রা জজ, হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নুরুজ্জামান, বিচারক (জেলা ও দায়রা জজ), পারিবারিক আপীল আদালত, পঞ্চগড় মুহাম্মদ শরিফুর রহমান, বিচারক (জেলা ও দায়রা জজ), শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, হাফিজুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি আব্দুল বারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল আলমসহ বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST