পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার দূর্যোগ ও ত্রাণ অফিসের মাধ্যমে কহুরুহাট বৈরাগী পাড়া
সড়ক সংলগ্ন প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ,বন্যা কবলিত এলাকায় যেভাবে সড়ক ও প্যালাসাইডিং নির্মাণ কাজ করেছে এটা কোন কাজে লাগবেনা।নির্মানের কয়েকদিনেই ভেঙ্গে পড়ছে খুঁটি।আগের চেয়ে সড়কটি অনেক নিচু করেছে।
সড়কে আগে একহাঁটু পানি জমে থাকতো এবার আরো বেশি পানি জমে থাকবে। প্যালাসাইডিংয়ের খুঁটি এক মিটার পর পর ধরা থাকলেও খুঁটি দিয়েছেন দেড়,দুই ও আড়াই মিটার পরপর।এছাড়াও তিন ইঞ্চি ডেমপ্রুফ ঢালাই ধরা থাকলেও দেয়া হয়নি ডেমপ্রুফ ঢালাই।এতে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন তারা।বিষয়টি নিয়ে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগও করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,২০২৩-২৪ অর্থ বছরে রাস্তাসমুহ টেকসই করার লক্ষে হেরিং বোন বন্ড দ্বিতীয় পর্যায়ে কহুরুহাট বৈরাগী পাড়ায় ৫০০ মিটার, কায়েতপাড়া সাহেরুল মার্কেট হয়ে সন্যাসিপাড়া এলাকায় ৫০০ মিটার। মোট ১ কিলোমিটার সড়ক, ১৮০ মিটার প্যালাসাইডিং নির্মাণ কাজের জন্য ৮০ লাখ ৮৯ হাজার ৬৩০ টাকা বরাদ্দে
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ইন্ডাস্ট্রি, বোদা কাজটি বাস্তবায়ন করছে। প্যালাসাইডিংএ এক মিটার পরপর খুঁটি,তিন ইঞ্চি ঢেমপ্রুফ ঢালাই ধরা রয়েছে।
স্থানীয় জমসের আলী জানান,সড়ক সংলগ্ন প্যালাসাইডিং নির্মাণ করছে কিন্তু নির্মানের কয়েকদিনেই কয়েকটি খুঁটি ভেঙ্গে গেছে। হাত দিয়ে ধাক্কা দিলে ভেঙ্গে যায় খুঁটি।এতে যেকোন সময় ধসে পড়তে পারে প্যালাসাইডিং।
সিরাজুল ও মহসিন জানান,
প্যালাসাইডিংএ এক মিটার পরপর খুুঁটি দেয়ার কথা কিন্তু খুঁটি দিয়েছে দেড়,দুই,আড়াই মিটার পরপর। তিন ইঞ্চি ঢেমপ্রুফ ঢালাই দেয়ার কথা থাকলেও কোথাও দিছে কোথাও দেননি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ইন্ডাস্ট্রির প্রোপাইটর বলেন,কাজ পেয়ে বিক্রি করে দিয়েছি।লিটন নামের একজন কাজ করছেন।তার সাথে কথা বলেন।তবে লিটন জানান,নিয়ম মেনে কাজ করা হয়েছে। মিটার সম্পর্কে আপনাদের ধারনা নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান জানান, জানামতে সড়ক সংলগ্ন প্যালাসাইডিং নির্মাণ কাজে অনিয়ম করার কোন সুযোগ নেই।বিল পেয়েছে এ পর্যন্ত ২০ লাখ।কাজ দেখে বাকী বিল প্রদান করা হবে।