স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পত্নীতলা উপজেলায় মোট ছয় জন ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় ডিলার ছিল তার মধ্যে দুই জন ডিলার মারা যাওয়াতে এ বছর মোট চার জন ডিলার সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন প্রতি কেজি চালের মূল্যে( ৩০) টাকা বলে জানায় পত্নীতলা উপজেলা খাদ্য অফিস।
মঙ্গলবার সকাল ১০ টায় পত্নীতলা উপজেলা নতুনহাট নামক স্থানে খোলা বাজারে চাল বিক্রি(ওএমএস) কার্যক্রম এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মজনুর রহমান ও পত্নীতলা উপজেলা খাদ্য পরিদর্শক মাম্পি রানী,এবং(ওএমএস) ডিলার মোঃ মিজানুর রহমান সহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।