মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
পদ্মাসেতুর রেল উদ্বোধনকে ঘিরে আনন্দের জোয়ার বইছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাধারণ মানুষের মধ্যে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পদ্মাসেতু পার হয়ে প্রথমেই থামবে শিবচরের পদ্মা স্টেশনে। সেতু পার হয়ে শিবচরেই রয়েছে ট্রেনের দুটি স্টেশন। ঢাকা যাওয়া-আসার ক্ষেত্রে শিবচরসহ পদ্মাপাড়ের আশেপাশের এলাকার মানুষের জন্য নতুন দিগন্ত খুলছে এমন অভিমত স্থানীয়দের। আর এ জন্যই রেল উদ্বোধনকে ঘিরে সাধারণ মানুষের মনে বইছে উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো সংবলিত অসংখ্য ফেস্টুন, নৌকার প্রতিকৃতিতে সাজানো হয়েছে শিবচরের রেল লাইন সংলগ্ন এলাকা।
জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার উদ্বোধন শেষে কয়েকদিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য চলাচল শুরু করবে ট্রেন। পদ্মাপাড়ের এই এলাকা প্রথমবারের মতো রেললাইনের আওতায় এসেছে। পদ্মাসেতু হয়ে এই ট্রেন যাবে ঢাকায়। এই অঞ্চলের সাধারণ মানুষ ট্রেনে চড়ে সহজেই ঢাকা যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিবচরের রেললাইন সংলগ্ন এলাকা এবং শিবচরের দুটি স্টেশনকে সজ্জিত করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও নৌকা দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য ফেস্টুন টাঙানো হয়েছে।
জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.মো. সেলিম বলেন, রেল উদ্বোধনকে ঘিরে শিবচর উপজেলা আওয়ামীলীগ নানা প্রস্তুতি গ্রহন করেছে। শিবচরের পদ্মা ও শিবচর স্টেশন, রেল লাইন সংলগ্ন এলাকায় অসংখ্য ফেস্টুন লাগানো হচ্ছে। নৌকার প্রতিকৃতি টাঙানো হচ্ছে। শিবচরের রেললাইনের পুরো এলাকায় কয়েক হাজার ফেস্টুন থাকবে।
তিনি আরও বলেন,’এছাড়াও রেল লাইনের দুই পাশে, যেখানে দাঁড়ানোর সুযোগ থাকবে এবং আড়িয়াল খাঁ সেতুসহ রেল লাইনে পাশে আমাদের নেতা-কর্মী-সমর্থকেরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে। এসময় রঙিন টিশার্ট, ক্যাপ পরিধান করে আনন্দঘন পরিবেশ তৈরি করতে সচেষ্ট থাকবে সকলে। তবে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে। আমরা উভয় দিক বিবেচনা করেই রেল উদ্বোধনকে উৎসবে পরিণত করবো। মঙ্গলবার সকাল ১০ টা থেকেই আমাদের কর্মসূচী শুরু হয়েছে।’