ঢাকাTuesday , 18 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা চেয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী,প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
March 18, 2025 12:49 pm
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় সোনিয়া নামের এক নারী সোনিয়া ফাউন্ডেশনের নাম করে অষ্ট্রলিয়ায় পাঠাবে বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও বিদেশ পাঠাতে না পারায় টাকা ফেরত চাইলে ধর্ষণে চেষ্ঠা মামলায় ফাঁসানো অভিযোগ এনে এবং টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা ও তাদের পরিবার।

মঙ্গলবার(১৮ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই সুমন মিয়া। তিনি বলেন,তার ভাইকে সোনিয়া নামের এক নারী ভাই বানায়। সেই সুবাদে তাদের বাড়িতে এসে তার বাবাকে তিনি বাবা বানায়। কিছুদিন পর ওই নারী বলে তার ভাইকে সে অষ্ট্রলিয়ায় পাঠিয়ে দিতে পারবে। প্রথমে রাজি না হলেও কৌশলে তার বাবাকে রাজি করিয়ে ১৭ লাখ টাকা নেয়। অনেক দিন অতিবাহিত হলেও অষ্ট্রলিয়া পাঠাতে না পারলে টাকার জন্য চাপ দেয় ভুক্তভোগী সাজু। সাজু সদর উপজেলার সন্তোষ এলাকার তমিজ উদ্দিনের ছেলে। একপর্যায়ে সাজুকে ধর্ষণ চেষ্ঠা মামলার আসামী বানায় ওই নারী। সাজু বর্তমানে জেল হাজতে রয়েছে। সে তার ভাই সাজুর মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে সদর উপজেলার বাণিজ্যিক এলাকার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী গ্রামের রোজিনা নামের এক ভুক্তভোগী জানায়, করটিয়ায় একটি অনুষ্ঠানে সোনিয়ার সাথে তার পরিচয় হয়। সেই সুবাদে প্রতারক সোনিয়া তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার বড় ছেলেকে দেখে বলে আপনার ছেলেকে অষ্ট্রলিয়া পাঠাইয়া দেই। প্রথমে সে রাজি না হলেও তার শা¦াশুড়ীকে রাজি করায়। পরে তার নিকট থেকেও পর্যায়ক্রমে ১৮ লাখ টাকা নেয়। ভুক্তভোগী রোজিনার সুবাদে পরিচয় হয় একই এলাকার রুবেল আক্তার বাবুর সাথে। বাবু অষ্ট্রলিয়া যাওয়ার জন্য প্রতারক সোনিয়ার ফাঁদে পা দেয়। একপর্যায়ে বাবুও সোনিয়াকে পাসপোর্ট এবং ১৭ লাখ টাকা দেয়। টাকা নেওয়ার পর সোনিয়ার কথাবার্তা সন্দেজনক মনে হয়। নকল ভিসা দেয় সোনিয়া ।

সম্প্রতি সাজু টাকার জন্য বেশি চাপ দিলে বাসায় যেতে বলে। একপর্যায়ে সোনিয়ার ভাগ্নিকে দিয়ে ধর্ষণ চেষ্টা মামলা দেয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ওই সোনিয়া অষ্ট্রলিয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ওই প্রতারকের বিচার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST