মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং খামারিদের সুযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: জসীম উদ্দিন, অফিসার ইনচার্জ, পানছড়ি; কৃষিবিদ মো: ইব্রাহিম খলিল; এম.এ বাশার, সম্পাদক, পানছড়ি প্রেস ক্লাব।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ কবির আহাম্মদ। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে পশুপালন ও রোগ প্রতিরোধে খামারিদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।
দিনব্যাপী আলোচনায় পানছড়ির প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের বাজার সুবিধা, খাদ্য ঘাটতি, রোগব্যাধি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে খামারিদের মতামত গ্রহণ করা হয় এবং টেকসই উৎপাদন বাড়াতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় প্রান্তিক খামারি ও তরুণ উদ্যোক্তারাও অংশ নেন।

