সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
সাঁথিয়ায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সাঁথিয়া পৌর সদরে সৃজনী সমাজ কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজনী সমাজ কল্যাণ সমিতি।সমিতির সভাপতি আকলিমা পারভীনের সভাপতিত্বে এবং সমিতির নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মনসুরুল ইসলাম,সাঁথিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল হাই,গোপালপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক,মুকুল হোসেন ও ফরহাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
আগামী এক বছর এই গরুগুলার চিকিৎসার ব্যয়ভার সৃজনী সমাজ কল্যাণ সমিতি বহন করবেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                