মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় সোহেল খান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কান্দি নামক স্থানে দ্রুতগামী একটি পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। সোহেল উপজেলার বড় নাওডুবি গ্রামের জাফর খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে ঘাতক বাসকে আটক করতে পারেনি পুলিশ।
অপরদিকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।