মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ডাসার উপজেলার সর্বস্তরের মুসলিমগন শুক্রবার বিকেলে ডাসার উপজেলার বাশতলা(চৌরাস্তা) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু
বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাসার উপজেলা সদরে গিয়ে শেষ করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ডাসার উপজেলা সহ আশেপাশে এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ডাসার উপজেলা প্রেসক্লাব,ডাসার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানেরা শরিক হয়ে,ধিক্কার ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্মম হামলা, নির্যাতন ও নির্বিচারে হত্যা, আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি না। ইয়াহুদী নাসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে।
বাংলাদেশ সরকারের কাছে এসময় ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ করেন।