ঢাকাSaturday , 27 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্কাউটস বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশ কোর্স সম্পন্ন।

দেশ চ্যানেল
September 27, 2025 1:52 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি।

মাদ্রাসা গুলোয় স্কাউটিংএর কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: সামছুল আলম বলেন, শিশু কিশোর ও শিক্ষার্থীরা যেন মোবাইলে আসক্ত না হয়ে পড়েন, সেজন্য পড়াশুনার পাশাপাশি তাদেরকে স্কাউটিং এ যুক্ত করতে হবে। এই কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তাদের শরীর মন ভালো থাকবে।পাশাপাশি শিক্ষার্থীরা মৃতব্যয়ী হবে।রাষ্ট্র ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে ফলে দেশ ও জাতীর কল্যাণে সর্বদা নিজেকে উৎস্বর্গ করার মানুষিকতা তৈরী হবে।শনিবার (২৭ সেপ্টেম্বর) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর সম্মেলন কক্ষে আয়োজিত ৪১৬ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ওই কোর্সে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ফাজিল, কামিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো: আবু জাফর খান।এতে কোর্স লিডার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সম্পাদক ড. খান মহিনুদ্দিন আল মাহমুদ সোহেল।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড.মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে স্কাউটস বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক(অর্থ -হিসাব) রুমি কিসলু,সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান, আনিসুল কিবরিয়া, শফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার সাধারণ সম্পাদক আতিকুল আলম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, জমিয়াতুল মোদার্রেসিন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, মহাস্থান শাহ সুলতান বলখী( র:)ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক,স্কাউটস এর আঞ্চলিক উপ কমিশনার আব্দুল ওয়াহেদ,কমিশনার সাইদুজ্জামান,বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড.বেলাল উদ্দিন আকন্দ,শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান,অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST