মো:মোখলেছার রহমান, গাবতলী (বগুড়া) :
বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপি জামাতের ঢাকা অবরোধের প্রথম দিনে গাবতলী উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।৫ নভেম্বর রবিবার বেলা সাড়ে দশটায় অবরোধের প্রথম দিনে গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী আব্দুল মজিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ২নং রেলগেট পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে উপজেলার পোস্ট অফিসের মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামাতের আমির, নায়েবে আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় পুলিশ উপজেলা পরিষদের মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়। অবরোধে সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে দোকানপাট খোলা ছিল।