ঢাকাSaturday , 10 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
May 10, 2025 12:24 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলন শনিবার (১০মে) শহরের হামছায়াপুরস্থ দলের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল নয়টা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা ওই সম্মেলনে তিন শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমির শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি োদলের কেন্দ্রীয় নেতা ও বগুড়া অঞ্চল পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। তিনি তাঁর বক্তৃতায় ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠায় দলের প্রতিটি নেতাকর্মীকে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, সৎ, যোগ্য ও খোদাভীরু ব্যক্তি ছাড়া কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রের দায়িত্ব দেবেন না। তাই আমাদের এই যোগ্যতা অর্জন করতে হবে। তাহলেই কেবল আল্লাহর এই জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠিত হবে।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মাওলানা মানছুরুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, সহকারি সেক্রেটারি শফিকুল ইসলাম, শাহীন আলম, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, শেরপুর পৌরসভার আমির আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য শফিকুর রহমান, সাইফুল ইসলাম সাখাওয়াত, শাহ আলম সোহান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতেই কোরআন থেকে আলোচনা পেশ করেন বগুড়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST