ঢাকাSaturday , 7 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

দেশ চ্যানেল
October 7, 2023 3:10 pm
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে প্রবল বর্ষণে বাড়ি-ঘরে পানি ওঠা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (০৭ অক্টোবর) বেলা বারোটায় শহরের শেরপুর ডিজে হাইস্কুলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার সব সময় আসহায় মানুষের পাশে রয়েছে। তাই আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না। অতিবৃষ্টিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে।
বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী বলেন, বিগত কয়েকদিনের প্রবল বর্ষণে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব পরিবারগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শহরের ডিজে হাইস্কুলে আশ্রয় নেওয়া দশটি পরিবারকে ওই ত্রাণ সামগ্রী দেওয়ার মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে শহরের আরো ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যক্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ওই ত্রাণ সামগ্রী দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ত্রানের প্যাকেটে দশ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, একশ’ গ্রাম মরিচের গুড়া, দুইশ’ গ্রাম হলুদের গুড়া, একশ’ গ্রাম ধনিয়া গুড়া রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বর্তমান সরকার সময় সময়ই মানুষের পাশে আছে। সাম্প্রতিক বর্ষণ ইতোপুর্বে দেশে হয়নি। যে কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। সরকার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST