ঢাকাTuesday , 20 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ মিল কলকারখানা খুলে দেওয়া সহ নানান প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দলীয় প্রার্থীরা।

দেশ চ্যানেল
January 20, 2026 9:16 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণায় সরগম হচ্ছে উল্লেখযোগ্য দলের দলীয় প্রার্থীরা। এক সময়কার শিল্প খ্যাত শিল্পনগরী খুলনায় প্রায় ৪০ হাজারেরও বেশি শ্রমিকদের কর্মব্যস্ততা ও মিলের যন্ত্রপাতির শব্দে মুখর থাকা খুলনায় ৯০ দশকের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের আগ্রাসন গ্রাসে রুগ্ননগর হিসেবে পরিণত হয়েছে। তবে দীর্ঘ ১৭ বছর একনায়কতন্ত্র স্বৈরাচার শাসকের হাত থেকে দেশ আজ মুক্ত তাই সময় এসেছে বন্ধ মিল কল কারখানা চালু করা সহ নানান পরিকল্পনা বাস্তবায়ন করার।

খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতক দলের প্রার্থীরা বলেছেন, খুলনা হচ্ছে অপার সম্ভাবনাময় একটি জায়গা। কিন্তু দীর্ঘ দিনেও সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। এক সময়ের শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিণত হয়েছে। ফলে বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে সেই বন্ধ শিল্প কলকারখানা চালুর চেষ্টা করব।

শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে এমন অঙ্গীকার ব্যক্ত করেন তারা। প্রার্থীগণ বলেন, আমরা সকলে যে যার অবস্থান থেকে খুলনার উন্নয়নের আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করেত চাই। এ জন্য আমরা নির্বাচিত হলে সংসদ থেকে শুরু করে প্রয়োজনে দলমত নির্বিশেষে রাজপথের আন্দোলনে সোচ্চার থাকব।

সংসদ সদস্য প্রার্থীরা আরও বলেন, নির্বাচিত হলে খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ এবং পরিবেশবান্ধব ও সকলের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করব।

অনুষ্ঠানে খুলনার নাগরিক নেতৃবৃন্দ বলেন, খুলনা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। সরকারের পালা বদল হয় কিন্তু খুলনা ও খুলনার মানুষের কাক্সিক্ষত উন্নয়ন হয় না।

নাগরিক নেতৃবৃন্দ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ উপকুলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উন্নয়নসহ খুলনাকে একটি পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তোলার দাবি জানান। নাগরিক সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের নিকট বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবিনামা হস্তান্তর করা হয়।

নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণের মধ্যে বক্তৃতা করেন খুলনা- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে স্বাগত বক্তৃতা করেন উন্নয়ন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি রাশিদুল ইসলাম, খুলনার প্রবীণ নাগরিক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, আজাদুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ নুরুল হাসান রুবা, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েসনের সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম জহির, খুলনা মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সুজনের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, নাগরিক সমাজ নেতা বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সরদার আবু তাহের, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, শাহীন জামান পণ, সাংবাদিক মো. আবুল বাসার, মান মামনুরা জাকির খুকু মনি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST