ঢাকাSaturday , 21 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বাগেরহাটে ইমাম সম্মেলন অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
December 21, 2024 3:55 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

ঘুষ দুর্নীতি পরিহার করে সত্যবাদিতা,  সততার, নীতি গ্রহনে মানুষকে উদ্বুদ্ধকরণের দিকে ইমাম সাহেবদের প্রতি আহবান জানিয়েছেন- অতিরিক্ত আইজিপি  খন্দকার রফিকুল ইসলাম৷ তিনি বাগেরহাট কামিল মাদরাসা প্রাঙ্গনে ইমামদের এক সম্মেলনে  এসব কথা বলেন। শনিবার ২১(ডি‌সেম্বর) ১১ টা থেকে দিনব্যাপী বাগেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়। ইমাম মুয়াজ্জিনদের চাকরিস্সথায়ী করণসহ সকল বিষয়ে বৈষম্যের নিরসনে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে তিন হাজার ইমাম  হাজির হয়ে ছিলেন।  প্রধান অতিথি হিসেবে  পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যান্টিটেররিজম) ইউনিটের প্রধান, ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, আমাদের কোন মুরব্বি ধরতে হবে না, মহানবী সঃ ই আমাদের জন্য সবচেয়ে অনুসরনীয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রসুলল্লাহ’হি উসওযাতুন হাসানাহ। রসুলল্লাহ’র জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। তিনি বলেন খুটিনাটি বিষয়ে মতপার্থক্য এড়িয়ে মৌলিক বিষয়গুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকের উপর অর্পিত আমানত গুলো সঠিকভাবে রক্ষা করতে হবে। প্রধান বক্তা হিসেবে  তামিরুল মিল্লাত কামিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেকটরস এর সদস্য  ড. মাওলানা খলিলুর   বক্তব্য রাখেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন  অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ,  জামায়াত নেতা এড. মাওলানা আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন ,  মাওলানা নুরুল হাসান, হাফেজ মোবারক হোসাইন, হাফেজ মাওলানা শাহজাহান, মাওলানা রুহুল আমিন,  শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক  এটি এম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম,   মাওরানা আমিরুল ইসলাম, জামাতে ইসলামীর যুব নেতা মন্সজুরুল হক রাহাদসহ জেলা ও উপজেলা ইমাম সমিতির  পম্মেলনে  স‌মি‌তির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।   সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান। সভা পরিচালনা করেন মাওলানা মুহিব্বুল্লাহ আযাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST