মোঃ তুষার আহমেদ :
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের করে ইবি রোড, ফজলুল হক রোড, ঢাকা রোড ও স্টেডিয়াম রোড হয়ে আবারও ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে মিছিলপূর্বক এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সম্পাদক ভিপি শামীম খান ও হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান বক্তব্য রাখেন।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হতে থাকে। বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।