ঢাকাThursday , 7 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিনা নোটিশে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

দেশ চ্যানেল
September 7, 2023 5:10 am
Link Copied!

রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি,

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারের মেঘনা ডেকোরেটর ও মিজান ষ্টোর নামে ২টি দোকান ঘর বিনা নোটিশে তালা লাগিয়ে দিয়েছেন তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম।

এই বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, কালীগঞ্জ উপজেলার উত্তর ঘণেশ্যামের মৃত মকছুদারের পুত্র মিজানুর রহমান দীর্ঘদিন যাবত ওই দোকান ঘরে ব্যবসা করিয়া আসিতেছেন। বিগত ৩ বছর আগে তৎকালীন এসিল্যান্ড তাকে জানায় এই দোকানের ভাড়া পাবে সরকার ইউনিয়ন পরিষদ নয়। তাই তিনি ভাড়া দেন নাই, বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম তার কাছে সিকিউরিটি বাবদ ১ লক্ষ টাকা দাবি করেন সেই টাকা তিনি দিতে না পারলে গত ০৩/০৯/২০২৩ তারিখে দোকানে তালা লাগিয়ে দেন।

এই বিষয়ে দোকানদার মিজানুর রহমান জানান এই ব্যবসা প্রতিষ্ঠান তার একমাত্র সম্বল তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সংসার চালায় তাই সরকারের কাছে তিনি আবেদন করেন তার দোকান যেন তালা খুলে দেওয়া হয়। তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক সমস্যা চলছে

এই বিষয়ে নুর ইসলাম চেয়ারম্যান জানায় দুই বছর আগে দোকানের ডিড শেষ হয়ে গেছে কিন্তু তার কোন যোগাযোগ নাই কোন ভাড়া দেয় না তাই দোকানের তালা লাগিয়ে দিছি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমান জানায় দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি দোকানের ভাড়া দেন নাই তাই চেয়ারম্যান সাহেব দোকান বন্ধ করে দিছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST