ঢাকাSaturday , 6 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরের সভাপতি ড.জীবন কৃষ্ণ সাহা বলেন বিভেদ ভুলে গিয়ে আসুন এক সঙ্গে এগিয়ে যাই।

দেশ চ্যানেল
December 6, 2025 5:53 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষনা ও ৬৮ তম নাম যজ্ঞের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. জীবনকৃষ্ণ সাহা কে সভাপতি এবং অপূর্ব কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৬৮ বছর পূর্ব থেকে যথারীতি এই মন্দির প্রাঙ্গণে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে ।

উল্লেখ্য যে গত ১০ অক্টোবর ঢাকার একটি অভিজাত হোটেলে দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত (৫ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন (অবঃ) ড. জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার তত্বাবধানে অনুষ্ঠানে দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ৩ বছর মেয়াদি কমিটির ৫১ সদস্যের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর কমল রন্জন সাধুখা। এসময় এলাকার ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থানীয়রা ফুল দিয়ে বরন করে নেন। বরন শেষে বক্তব্য রাখেন ওই মন্দিরের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন(অবঃ) ড.জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক অপূর্ব কুমার সাহা, ইতনা স্কুল এন্ড কলেজের প্রভাষক অনিন্দ্য কুমার সরকার, বিশিষ্ট সমাজ সেবক কমল কৃষ্ণ সাধু খা, নিতাই কর্মকার, বিষ্ণুপদ সাহা,কুমুদ রঞ্জন সাধুখা, কালু গাঙ্গুলী, সুব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন(অবঃ) ড. জীবন কৃষ্ণ সাহা বলেন, আমাদের জীবন ছোট্ট। আমাদের সকলের পরপারে যেতে হবে। তাই আমরা ঈশ্বরের সন্তুষ্টির জন্য পার্থিব জীবনে কিছু করে যেতে চাই। আমাদের সমাজে কিছু মানুষ ভালো কাজে বাধা হয়ে দাড়ায় তারা কিন্ত সংখ্যায় খুবই নগন্য। আমরা একে অন্যের সাথে সকল বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে চাই। তাহলে আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারবো, পাশাপাশি ঈশ্বরের গুনগান ও করতে পারবো। আসন্ন নামযজ্ঞ অনুষ্ঠান আমরা সুন্দর ভাবে পালন করতে পারি সে বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। পরিশেষে উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন সে বিষয়ে সকলের নিকট আর্শীবাদ চান। সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST