নাজমুল হোসাইন নেশাদ। গুলশান প্রতিনিধি।
রাজধানীর মহাখালী এলাকায় রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এবং নবাবী ভোজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এসময় র্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএনসিসি’র স্যানিটারি ইন্সপেক্টরের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৫২, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার মো. জুলহাস হোসেনকে ৮০ হাজার টাকা, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার শেখ শফিউর রহমানকে ১ লাখ টাকা ও নবাবী ভোজ রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার মো. সুমনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে।