নজরুল ইসলাম:
প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ সরকারি-বেসরকারি উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিনটি পালন করছে।
এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমানের নেতৃত্বে বিশাল মিছিল বের করে।
আজ দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে সমবেত হয়। পরে সহস্রাদিক নেতাকর্মী মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান বলেন, আজ ২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।