মোঃ মশিউর রহমান সুমন।
ঢাকার শিদ্বেশ্বরী এলাকায় অফিস শেষে বাসায় ফেরার পথে নির্মানাধীন ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপান্বিতা বিস্বাস দীপু। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।
বুধবার (১০জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকায় ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এই দূর্ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোঃ আওলাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় ইট পড়ে দীপান্বীতা নামে এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন এসআই আওলাদ।
দীপান্বিতার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দীপান্বিতা ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                