মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘরের আমবাড়িয়া ফসলী মাঠে আয়োজন করা হয়েছে “বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা-২০২৫”, যা আয়োজন করেছে আমবাড়িয়া গভীর নলকূপ কৃষক সমবায় সমিতি। এই প্রতিযোগিতা স্থানীয় জনগণ ও ঘোড়া প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম ও জনাব মোঃ সিরাজুল ইসলাম, উভয়েই বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ সাদেকুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ তৈয়বুর রহমান সেলিম, সভাপতি, আমবাড়িয়া কৃষক সমবায় সমিতি, এবং সভাপতির নেতৃত্বে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হোসাইন মিয়া, সভাপতি, আমবাড়িয়া সমাজ, যিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় মানুষকে একত্রিত করে এবং সমাজে সংস্কৃতি ও ঐক্যের মেলবন্ধন ঘটায়।”
বিশেষভাবে সাজানো ফসলী মাঠে প্রতিযোগিতার বিভিন্ন রেস অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় প্রতিভাধর ঘোড়া ও তাদের রাইডাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কয়েকশো মানুষ দর্শক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উত্তেজনা উপভোগ করেন। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অতিথিরা অংশগ্রহণকারীদের উজ্জীবিত ভাষণে উৎসাহ দেন।
প্রতিযোগিতার মাধ্যমে শুধু ক্রীড়া নয়, স্থানীয় মানুষদের মধ্যে সামাজিক সংহতি ও বন্ধুত্বের সম্পর্কও দৃঢ় হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ী ঘোড়াদের জন্য পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত সবাই আনন্দমুখর পরিবেশে সমাপ্তি ঘোষণা করেন।
এই আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির প্রসারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও বড় মাপের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজনের প্রত্যাশা জাগিয়েছে।

